মোবাইল ও ডিজিটাল ওয়ালেট থেকে আধার লিঙ্ক ছাড়বেন কী করে

মোবাইল ও ডিজিটাল ওয়ালেট থেকে আধার লিঙ্ক ছাড়বেন কী করে

সরকার জানিয়ে দিয়েছে যে প্রতিটি ব্যক্তির আধার ডেটা সম্পূণ নিরাপদ ও সুরক্ষিত আছে তবুও বহু মানুষ তো আধার নিয়ে এখনো আশঙ্কিত থাকেন ৷ ব্যাঙ্কিং ইউনিয়নের একজন নেতা সম্প্রতি জানিয়েছেন যে আধার তথ্য হাতিয়ে বিভিন্ন দুর্নীতি হয়ে চলেছে এখনো ৷ আধার সংক্রান্ত দুর্নীতি তো আর নতুন নয় ৷ একাধিক সময় এই ধরণের দুর্নীতি হতেই থাকে ৷

আরোও পড়ুনঃ ই আধার কার্ড কিভাবে ডাউনলোড করবেন?

পেটিএম ও আমাজনের মতো ডিজিটাল সব ওয়ালেটরা এখন আর আধার লিঙ্ক করতে চায় না ৷ সরকারি চাকরির পরীক্ষায় UGC, CBSE, NEET তে আধার তো দিতে লাগে না ৷ডিজিটাল ওয়ালেট থেকে যদি আধার কার্ড এখন ডিলিঙ্ক করতে হয় তাহলে প্রথমে পেটিএম কাস্টমার কেয়ারে আপনাকে ফোন করতে হবে ৷ পেটিএমের কাস্টমার কেয়ারের নম্বর হলো 0120-4456-456 ও 011-3377-6677 ৷
মোবাইল ও ডিজিটাল ওয়ালেট থেকে আধার লিঙ্ক ছাড়বেন কী করে

সেখান আপনাকে জানাতে হবে যে আপনি আধার নম্বর ডি লিঙ্ক করতে চান আপনার ওই ওয়ালেট থেকে ৷ এরপর তাঁরা আপনাকে আপনার থেকে একটি ইমেল পাঠাতে বলবে ৷ এরপর তাঁরা আপনাকে একটি ফর্ম পাঠাবে ৷৭২ ঘন্টা-র মধ্যে ই ওয়ালেট থেকে আপনার আধার এরপর সম্পূর্ণ ডিলিঙ্ক হয়ে যাবে ৷

আরোও পড়ুনঃ ড্রাইভিং লাইসেন্সেও যোগ করতে হবে আধার কার্ড নতুন আইন আনছে কেন্দ্র

মোবাইল নম্বর থেকে অবশ্য আধার নম্বর আলাদা করতে দিতে চায়না তো সার্ভিস প্রোভাইডাররা ৷ তবে সেখানেও একইভাবে হেল্প লাইনে গিয়ে ফোন করতে হবে ৷টেলিকম সার্ভিস প্রোভাইডারদের অফিসে গিয়ে আপনি এই আবেদন আপনি করতে পারেন ৷ সেখানেও ৪৮ ঘন্টার মধ্যে প্রসেস করে আপনার আধার নম্বর মোবাইল থেকে আলাদা করে দেওয়া যেতেই পারে এখন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker