২০১৯ সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে জিও

Story Highlights
  • মার্চ মাস থেকে সারা দেশে GigaFiber কানেকশান ছড়িয়ে দেবে Jio
  • GigaFiber এর সাথেই আসবে GigaTV
  • 2019 সালে কম দামে স্মার্টফোন নিয়ে আসছে Jio

২০১৯ সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে জিও

২০১৯ সালটি জিও / Jio –র কাছে খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছরে কোম্পানির একাধিক গুরুত্বপূর্ণ সার্ভিস লঞ্চ হবে। আগামী বছরেই সারা দেশে ছড়িয়ে পড়বে ২৫ কোটি GigaFiber ব্রডব্যান্ড কানেকশান। কোম্পানির বিশাল সাফল্যের পরে থেমে থাকতে নারাজ মুকেশ আম্বানি। ২০১৯ সালে Jio কে আরও শক্তিশালী করতে এই সার্ভিসগুলি বাজারে আসবে।

জিও জিয়া গিগা ফাইবার / Jio GigaFiber 

2018 সালে বার্ষিক সাধারন সভায় GigaFiber ব্রডব্যান্ড সার্ভিসের ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি। আগামী বছর মার্চ মাস থেকে সারা দেশে GigaFiber কানেকশান ছড়িয়ে দেবে Jio। এই কানেকশানে গ্রাহক 1Gbps পর্যন্ত স্পিড পাবেন। সারা দেশে 1100 টি শহরে শুরু হবে Jio GigaFiber পরিষেবা।

২০১৯ সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে জিও

আরোও পড়ুনঃ .htaccess (এইচটিঅ্যাক্সেস) কি ও এর ব্যাবহার কি?

জিও জিগাভিটি / Jio GigaTV

GigaFiber এর সাথেই আসবে GigaTV। এই কানেকশানে 4K রেসোলিউশানে টিভি চ্যানেল দেখা যাবে। এর সাথে থাকবে ভিডিও কলিং। ইতিমধ্যেই কিছু শহরে GigaFiber কানেকশান দেওয়া শুরু হলেও এখনও GigaTV কানেকশান দেওয়া শুরু হয়নি। ভারতে DTH ও কেবেল সার্ভিসের বাজারে ভাগ বসাতে এই পদক্ষেপ নিয়েছে Jio।

২০১৯ সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে জিও

জিওফোন ৩ লঞ্চ/ JioPhone 3

ইতিমধ্যে সুপারহিট JioPhone আর JioPhone 2। কোম্পানির দুই ফিচার ফোন ভারতের বাজারে ঝড় তুলেছে। রি বছর বাজারে আসবে JioPhone 3। তবে এই ফোন সম্পর্কে বেশি তথ্য জানা যায়নি।

২০১৯ সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে জিও
জিওফোন ৩ লঞ্চ/ JioPhone 3 – Not Confirmed Image

কম দামে স্মার্টফোন

2019 সালে কম দামে স্মার্টফোন নিয়ে আসছে Jio। ইতিমধ্যেই এক রিপোর্টে জানানো হয়েছে এক মার্কিন কোম্পানির সাথে হাত মিলিয়ে স্মার্টফোন বিক্রি করবে Jio। 2019 সালে বাজারে আসতে পারে এই কম দামের স্মার্টফোন।

আরোও পড়ুনঃ কি ভাবে php.ini অ্যাক্সেস প্রতিরোধ করবেন?

কনটেন্ট টাই-আপ

একাধিক কোম্পানির সাথে হাত মিলিয়ে আরও বেশি কনটেন্ট দেখাতে পারে কোম্পানি। ইতিম্নধ্যেই স্টার ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে এই কাজ শুরু করেছে মুকেশের কোম্পানি। GigaFiber কানেকশান বাড়তে থাকলে এই ধরনের টাই আপ আরও বেশি দেখা যাবে।

৫জি নেটওয়ার্ক

ভারতে Jio একমাত্র নেটওয়ার্ক যাদের শুধুমাত্র 4G নেটওয়ার্ক রয়েছে। আগামী বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে 5G পরিষেবা শুরু হবে। ইতিমধ্যেই ভারতে এই পরিষেবা নিয়ে আসার কাজ শুরু করেছেন মুকেশ আম্বানি। কোম্পানি সূত্রে জানা গিয়েছে Jio –র LTE নেটওয়ার্কে 5G নেটওয়ার্ক কাজ করবে। ইতিমধ্যেই সারা দেশের নেটওয়ার্কের স্পিড বাড়াতে অপ্টিকাল ফাইবার ফেলার কাজ শুরু হয়েছে।

২০১৯ সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে জিও

জিও ভওউই-ফাই সার্ভিস/ Jio VoWi-Fi

আগামী বছরে ভয়েস ওভার Wifi পরিষেবা শুরু করবে Jio। জুলাই মাস থেকে পরীক্ষামুলক ভাবে এই পরিষেবা শুরু করেছে Jio। সম্প্রতি অন্ধ্রপ্রদেশ, কেরালা, মধ্যপ্রদেশ, ও তেলেঙ্গানায় এই পরিষেবা শুরু হয়েছে।

২০১৯ সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে জিও

জিও স্মার্ট হোম / Jio Smart Home

GigaFiber এর হাত ধরে 2019 সালে ভারতবাসে পেতে চলেছে স্মার্ট হোম। এই পরিষেবা ব্যবহারের জন্য ব্রডব্যান্ড কানেকশানের সাথে একাধিক আলাদা ডিভাইস কিনতে হবে।

২০১৯ সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে জিও

Source
Gdgets Ndtv

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker