- ১০ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু হবে এবং ২৩ জানুয়ারী 2019 পর্যন্ত চলবে।
- ইন-গেম কোয়ালিফায়ার ২1 জানুয়ারি থেকে শুরু হবে এবং ২8 জানুয়ারী 2019 পর্যন্ত চলবে।
- ২০০০ টি নির্বাচিত দলগুলির মধ্যে অনলাইন প্লেঅফ ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং ২৪ শে ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত চলবে।
- ২০ টি দল ২০১৯ সালের ১০ মার্চ গ্র্যান্ড ফাইনালের জন্য নির্বাচিত হবে।
- PUBG মোবাইল ইন্ডিয়া সিরিজ ২০১৯ এর নিয়ম, প্রবিধান এবং শর্তাদি নিবন্ধন এবং পড়ার জন্য আপনাকে PUBGMobile.in এ যেতে হবে।
- যোগাযোগ ও সমর্থন ইমেল আইডিঃ [email protected]
PUBG গেম খেলুন আর পেয়ে যান ১ কোটি টাকা পর্যন্ত পুরস্কার
মাত্র আট মাস আগে লঞ্চ হয়েছিল PUBG Mobile। মাত্র আট মাসে বিশ্বব্যাপী 20 কোটি গ্রাহক এই গেম ডাউনলোড করেছেন। গত বছর অক্টোবরে প্রথম PUBG Mobile ক্যাম্পাস চ্যাম্পিয়ানশিপে প্রায় 250,000 প্রতিযোগী অংশ নিয়েছিলেন। 30 টি শহরের 1,000 এর বেশি কলেজের প্রতিযোগীরা এই প্রতিযোগীতায় অংশ নিয়েছিলেন। সেই প্রতিযোগিতার বিশাল সাফল্যের পরে এবার আসছে OPPO PUBG MOBILE India Series 2019। ভারতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এই প্রথম ভারতে সবার জন্য PUBG Mobile প্রতিযোগিতা হাজির হল। ভারতে এর আগে খুব কম ই-স্পোর্টস প্রতিযোগীতায় এত বড় অঙ্কের পুরস্কার পাওয়া গিয়েছে। পুরস্কার মূল্যের সাথেই Oppo স্মার্টফোন পাবেন বিজয়ীরা। 23 জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশান খোলা থাকবে।
10 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশান চলবে। 21 থেকে 28 জানুয়ারি পর্যন্ত চলবে ইন গেম কোয়ালিফায়ার। সেখানে 2000 টি দল কোয়ালিফাই করবে। এই 2000 টি দলকে নিয়ে হবে অনলাইন প্লে-অফ। 9-24 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন প্লে অফের শেষে 20 টি দল গ্রান্ড ফাইনালে পৌঁছাবে। 10 মার্চ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগীতার নিয়মাবলী বিস্তারে দেখতে ও রেজিস্ট্রেশান করতে এখানে ক্লিক করুন।
যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সব ধরনের ম্যাপেই এই প্রতিযোগিয়তা চলবে। শুরুতে সব দলকে কোয়ালিফাইং রাউন্ডে অংশ নিয়ে হবে। সেখান থেকে 2,000 টি দল অনলাইন প্লে অফ এর জন্য কোয়ালিফাই করবে। এরপর ফাইনাল ইভেন্টের জন্য 20 টি দল বাছাই হবে। প্রথম স্থানে থাকা দল পাবে 30 লক্ষ টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল পাবেন 10 লক্ষ ও 5 লক্ষ টাকা। এছাড়াও নীচের সব বিভাগের বিজয়ীরা 50,000 টাকা করে পাবেন।
পুরস্কার পুল
স্থাননির্ণয় | নগদ পুরস্কার |
---|---|
1st | ₹30,00,000 |
2nd | ₹10,00,000 |
3rd | ₹5,00,000 |
4th | ₹2,00,000 |
5th | ₹1,50,000 |
6th | ₹1,00,000 |
7th | ₹80,000 |
8th | ₹70,000 |
9th | ₹50,000 |
10th | ₹50,000 |
11th | ₹50,000 |
12th | ₹50,000 |
13th | ₹50,000 |
14th | ₹50,000 |
15th | ₹50,000 |
16th | ₹50,000 |
17th | ₹50,000 |
18th | ₹50,000 |
19th | ₹50,000 |
20th | ₹50,000 |
আরোও পড়ুনঃ ২০১৮ সালে সবথেকে বেশি বিক্রি হয়েছে এই স্মার্টফোনগুলি
ফেজ | পুরস্কার | পুরস্কার প্রদান করা হবে |
---|---|---|
অনলাইন প্লে অফ অফ রাউন্ড ১ | ৫০ Oppo ফোন | ৫০ খেলোয়াড়, যারা সর্বোচ্চ কিল/হত্যা করবে প্রথম রাউন্ডে |
অনলাইন প্লে অফ অফ রাউন্ড ২ | ২০ Oppo ফোন | যারা সর্বোচ্চ কিল/হত্যা করবে |
অনলাইন প্লে অফ অফ রাউন্ড ৩ | ১২ Oppo ফোন | যারা সর্বোচ্চ কিল/হত্যা করবে |
গ্র্যান্ড ফাইনাল | ৮০ Oppo ফোন | সর্বশেষ চূড়ান্ত |