আমাদের সকলেরই হয়ত জানা য়াছে যে, বেশিরভাগ পুরুষেরই বিবাহিতা নারীদের প্রতি আকৃষ্ট হন। কিন্তু অনেক ক্ষেত্রে এই ব্যাপারটি উল্টোও হয়। অর্থাৎ আবিবাহিতা মেয়েরাও আজকাল বিবাহিত পুরুষদের প্রতি আকৃষ্ট হচ্ছেন।
স্কুল কলেজেও অনেক সময় বিভিন্ন স্যার ম্যাডামকে আমাদের সকলেরই কোন এক সময় ভালো লেগেছে। বিশেষত মেয়েরাই তাদের স্যারের উপর ক্রাশ খেত স্কুল বা কলেজে। স্যারের প্রতি ক্রাশ খাওয়া এবং বিবাহিত পুরুষদের প্রেমে পড়া অনেকটা একইরকম বলা যেতে পারে।
চলুন দেখে নেওয়া যাক বিবাহিত পুরুষদের প্রতি মেয়েদের আকর্ষণ হওয়ার কিছু কারনঃ
১. অভিজ্ঞ হওয়ায় বিবাহিত পুরুষেরা মেয়েদের মন ভালো করে বুঝতে পারেন। এছাড়াও তাদের ইমোশন অনেকটা বেশি হওয়ায় মেয়েদের সাথে তাল মিলিয়ে থাকতে পারেন।
২. বয়স বেশি হওয়ার জন্য সকলেরই বিশ্বাস অনেকটা বেড়ে যায় বিবাহিত পুরুষদের উপর। ওই বয়সের পুরুষদের প্রায় চোখ বন্ধ করেই বিশ্বাস করা যেতে পারে। তাই মেয়েরা সেরকম একজন ম্যাচিওর মানুষকে বেশি পেতেচান।
আরও পড়ুনঃ বড়দিনে ফ্যানদের সাধ অপূর্ণ রাখলেন না পুনম, খুলে ফেললেন সান্তা-পোশাক, দেখুন ভিডিও
৩. বিবাহিত পুরুষদের যৌনতা সম্পর্কে ধারণা অনেক বেশি হয় এবং তারা সুখী করার বিভিন্ন পথও জানেন। তাই অনেক কামুক মেয়েই আকৃষ্ট হয় এইসব পুরুষদের উপর।
৪. বিবাহিত পুরুষেরা সাধারনত অর্থগত দিক দিয়ে বড়লোক হন এবং এজন্যই মেয়েরা আর বেশি করে তাদের কাছে যেতে চাই এবং বিবাহিত হওয়াই লোকলজ্জার ভয়টাও কম হয়।
৫. অনেক সময় মেয়েরা কোম্পানির বসের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হন। কারণ একটাই, নিজের আনন্দের সাথে সাথে কেরিয়ারের উন্নতি সাধন হয়ে ওঠে।